Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

সিটিজেন চার্টার(নাগরিক সনদ)

১. সকল শেণ্রীর কৃষকের জন্য কৃষি সম্প্রসারণসহায়তা দেয়া।

সব ধরনের কৃষক পরিবারের সকল সসদস্য তাদের প্রয়োজনানুযায়ী যাতে সেবা পেতে পারে তার নিশ্চয়তা দেয়া

২. কৃষকদের দক্ষ সম্প্রসারণ সেবা প্রদান

 দক্ষ সম্প্রসারণ কর্মীর মাধ্যমে শস্য ,মৎস্য পশুসম্পদ বন ও পারিবারিক উদ্যেগেকৃষকদের সর্বাধিক ব্যয় সাশ্রয়ী সেবা প্রদান করা।

৩. কৃষি বিষয়ক কর্মসূচী প্রনয়ণ বিকেন্দ্রীকরণ

তথ্য চাহিদা চিহুিতকরণ ও চাহিদার প্রতি সাড়া প্রদান স্থানীয় সম্পদ সম্পর্কে তথ্য কর্মসূচী পরিকল্পনা প্রশিক্ষণ এবং গণমাধ্যম ভিত্তিকভাবে কর্মসূচী প্রণয়ন।

৪. চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণঃ

চিহ্নিত চাহিদা সমস্যা ও সম্ভ্যাবতার উপর ভিত্তি করেই সকল সম্প্রসারণ কার্যক্রম গবেষনাদির বিষয় বস্ত্ত নির্ধারণ করা।

৫. সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করাঃ

কৃষকের কাজে সর্বাধিক সুবিধা পৌঁছে  দিতে মাঠ পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রকার কৃষকদের সাথে কাজ করা।

৬. কৃষি গবেষনা ও কৃষি সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণঃ

কৃষকদের উপর্যুক্ত পরামর্শ দিতে তাদের প্রয়োজানানুযায়ী  কৃষি গবেষনাগারের মাধ্যমে সমস্যার সমাধান বের করতে কৃষি গবেষনা ও কৃষি  সম্প্রসারণ এর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা।

৭. সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণঃ

কৃষকের সেবাচাহিদার উপর ভিত্তি করে সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ দেয়া।

৮. উপর্যুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহারঃ

বিভিন্ন শ্রেণীর কৃষকদের সুনির্দিষ্ট সম্প্রসারণ উদ্দেশ্যাবলী অর্জনের লক্ষে সম্প্রসারণ সংস্থা ও কর্মীদের খামার পরির্দশন গণমাধ্যম,প্রশিক্ষণ , মেলা ,পরিদর্শন, ও উদ্ভুদ্ধুকরণ ভ্র্মন এবং অংশগ্রহণমূলক পদ্ধতিসমূহ ব্যবহার।

৯. সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদানঃ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সম্বনয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সহায়তা প্রদান করে।

১০. সম্মলিত সম্প্রসারণ কার্যক্রমঃ

সম্পদ সমূহের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থা গুলির মধ্যে তথ্য দক্ষতা বিনিময়ের মাধ্যমে সম্প্রসারণ সেবা দান করা।

১১. পরিবেশ সংরক্ষণের সমন্বিত সহায়তা প্রদানঃ

প্রাকৃতিক পরিবেশের জীব বৈচিত্রের ভাসাম্য রক্ষা অনুকহলে ভূমি,পানি ও বায়ুদূষণ ও ক্ষয় নিয়ন্ত্রতন দূর করা;

 পরিবেশ সুরক্ষাকারী এবং ব্যবস্থাপনা ও সরকারী এবং ব্যক্তিখাতের পরিবেশ সংক্রান্ত বিষয়াবলী রক্ষার ক্ষমতা বৃদ্ধি করা।

১২. কৃষি বাণিজ্যিকীকরণঃ

কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে এবং ন্যায্যমূল্য পেতে সহায়তা করা।

১৩. কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারঃ কৃষি বিষয়ক যে কোন তথ্য,পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবং

 সাধারণ জনগণের মধ্যে পৌছানো।